Mohammad Mazharul Islam

Lecturer
Department of Chemical Engineering
Bangladesh University of Engineering and Technology (BUET)
Dhaka-1000

Home
Resume
Research Works
Courses
Personal
Contact
 


আমার সম্পর্কে

আমার ওয়েব পেজের এই অংশটুকু বাংলায় লিখলাম।

আমার জন্ম হয় ১৯৮৬ সালের নভেম্বরে, ঈশ্বরদীতে। আমার পূর্বপুরুষ রা গৃহস্থ ছিলেন। বাবার চাকুরীসূত্রে ছোটবেলা থেকেই আমি গাজীপুরে মানুষ হই। বাবা ১৯৮৯ সাল থেকে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট-এ কর্মরত আছেন। আমার মা একজন গৃহিনী।

২০০২ সালে আমি বি.এ.আর.আই উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হই।এরপর ২০০৪ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষা দেই। ওই বছরই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগে ভর্তি হই। ২০০৯ সালে আমি এই বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জন করি। ২০০৯ সালের নভেম্বেরে আমি অত্র বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগে লেকচারার হিসেবে যোগদান করি এবং এখন পর্যন্ত উক্ত পদে কর্মরত আছি।

স্কুল জীবনে আমি বিজ্ঞান ক্লাব এবং স্কুল ম্যাগাজিনের কাজে জড়িত ছিলাম। বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ক্লাবের কর্মকাণ্ডের পাশাপাশি বুয়েট রিসার্চার্স গ্রুপের সাথে সম্পৃক্ত ছিলাম।

আমি বই পড়তে ভালোবাসি, চিন্তা করতে ভালোবাসি। "ম্যাথ" এবং "মিথ" এই দুই বিষয়ে আমার বিপুল আগ্রহ। ছবি তোলা, কলম, স্ট্যাম্প এবং ই-বুক সংগ্রহ আমার অসংখ্য শখের মধ্যে কয়েকটি। ধর্মীয় এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গীর দিক থেকে আমি নিরপেক্ষ।

আমি বিশ্বাস করি, প্রতিটি মানুষের মনই সুন্দর।

My LinkedIn Profile

My Flickr Photogallery

My Youtube Channel

My blog at Somewhereinblog.com

My Facebook Profile

My Google+ account

My Yahoo Profile

My Orkut Profile